Thank you for trying Sticky AMP!!

এই মার্চে কী বই পড়ছেন তারকারা

রুপালি জগতের তারকা মানেই দিনরাত ব্যস্ততা। এই সময়ের জনপ্রিয় তারকারা ব্যস্ততার ফাঁকেও বই পড়েন। সেসব বইয়ের ছবি শেয়ার করেন সামাজিক যোগাযোগমাধ্যমে; এবং ভক্তদের তাঁরা বই পড়ার আহ্বানও জানান। টাইমস অব ইন্ডিয়ার সূত্র ধরে কয়েকজন বিশ্বনন্দিত তারকার মার্চ মাসের বই পড়ার খবর জানাচ্ছেন মোফাখ্​খারুল ইসলাম
কামিং আউট অ্যাজ দলিত নিয়ে সোনালি বেন্দ্রে

সোনালি বেন্দ্রে
একসময় বলিউড দাপিয়ে বেড়িয়েছেন সোনালি বেন্দ্রে। এখন যে তাঁর জনপ্রিয়তায় খুব একটা ভাটা পড়েছে, তা নয়। তারপরও ইচ্ছা করেই অভিনয়ে খানিকটা অনিয়মিত এই তারকা। অভিনয়সহ নানা ব্যস্ততার ফাঁকেও বই পড়েন। জনপ্রিয় এই ভারতীয় অভিনেত্রী জানিয়েছেন, তিনি এই মার্চ মাসে কামিং আউট অ্যাজ দলিত নামের একটি বই পড়ছেন। আত্মজীবনীমূলক বইটি লিখেছেন ভারতীয় লেখক ইয়াসিকা দত্ত। ‘একটি দলিত পরিবার থেকে লেখক কীভাবে উঠে এসেছেন এবং একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন, তা অত্যন্ত সততার সঙ্গে লেখা হয়েছে এ বইয়ে। বইটি যতই পড়ছি, ততই মুগ্ধ হচ্ছি!’ বলেছেন সোনালি বেন্দ্রে। ১৩ মার্চ সোনালি তাঁর টুইটার অ্যাকাউন্টে বইটি পড়ার জন্য তাঁর ভক্তদের আহ্বানও জানিয়েছেন।

টুইঙ্কেল খান্নার পছন্দের বই অ্যান আমেরিকান ম্যারেজ

টুইঙ্কেল খান্না
বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী টুইঙ্কেল খান্না। বারসাত চলচ্চিত্রের মাধ্যমে ১৯৯৫ সালে বলিউডে পা রেখেই বক্স অফিস মাত করেছিলেন এই তারকা। বর্তমানে অভিনয় থেকে একটু দূরে থাকলেও ব্যস্ত রয়েছেন লেখালেখি আর চলচ্চিত্র প্রযোজনা নিয়ে। তবু নিয়ম করে প্রতি মাসেই বই পড়েন। এ মাসে অক্ষয়পত্নী পড়ছেন তায়েরি জোনসের লেখা অ্যান আমেরিকান ম্যারেজ। আমেরিকান মধ্যবিত্তদের বৈবাহিক কাহিনি নিয়ে লেখা বইটি নাকি তাঁকে প্রভূত আনন্দ দিচ্ছে—এমনটাই ১৩ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন টুইঙ্কেল খান্না। সঙ্গে অবশ্য সাত বছর বয়সী কন্যা নিতারারও একটি ছবি দিয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে, কন্যার হাতেও রয়েছে ডগ ম্যান সিরিজের একটি বই।

মাই ডার্ক ভেনেসা বইটি নিয়ে কথা বলছেন অপরাহ্ উইনফ্রে

অপরাহ্ উইনফ্রে
বই পড়ার দিক থেকে পিছিয়ে নেই হলিউড তারকারাও। প্রখ্যাত মার্কিন টিভি উপস্থাপক অপরাহ্ উইনফ্রে এই মুহূর্তে পড়ছেন মাই ডার্ক ভেনেসা নামের একটি বই। বইটি লিখেছেন কেট এলিজাবেথ রাসেল। বইটি নিয়ে তাঁর ‘বুক ক্লাব’ অনুষ্ঠানে আলোচনা করবেন বলেও জানিয়েছেন অপরাহ্। তাঁর মতে, ‘বইটি প্রকাশের পরপরই ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিল। আসলে কী আছে এই বইয়ে, সেটা জানতেই আমি বইটি পড়তে আগ্রহী হই।’

রিজ উইদারস্পুন পড়ছেন দ্য জেটসেটার্স

রিজ উইদারস্পুন
বইপড়ুয়া হিসেবে সুনাম রয়েছে রিজ উইদারস্পুনের। মাত্র সাত বছর বয়সে মডেলিংয়ের মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক ঘটে এই জনপ্রিয় হলিউড অভিনেত্রীর। এখন তাঁর বয়স তেতাল্লিশ। থেমে নেই অভিনয়। পাশাপাশি করছেন চলচ্চিত্র প্রযোজনা। হয়েছেন উদ্যোক্তা। হাজারো ব্যস্ততায় দিন কাটে তাঁর। তবু এসব ব্যস্ততার মধ্যেও একটুখানি ফুরসত বের করে নেন বই পড়ার জন্য। এই মুহূর্তে এই হলিউড অভিনেত্রী পড়ছেন আমান্দা আইরি ওয়ার্ডের নতুন উপন্যাস দ্য জেটসেটার্স। বইটি সম্পর্কে তাঁর মন্তব্য, ‘আমি রোমাঞ্চ পছন্দ করি। এই বই রোমাঞ্চে ভরপুর।’

দিস ঘোস্টস আর ফ্যামিলি উপন্যাসটি দারুণ—বলেছেন এমা রবার্ট

এমা রবার্টস
এমা রবার্টসকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। যাঁরা বিনোদন জগতের বৈশ্বিক খবরাখবর রাখেন, তাঁরা জানেন, এমা একাধারে অভিনয়শিল্পী ও সংগীতশিল্পী। মাত্র ২৯ বছর বয়সেই ছুঁয়েছেন খ্যাতির চূড়া। পেয়েছেন এমপিভি মুভি অ্যাওয়ার্ডসহ নানা পুরস্কার। এই মুহূর্তে এমা রবার্টস কী পড়ছেন, জানেন? জনপ্রিয় এই মার্কিন গায়িকা ও অভিনেত্রী পড়ছেন দিস ঘোস্টস আর ফ্যামিলি নামের একটি উপন্যাস। মাইসি কার্ডের লেখা এই উপন্যাস দারুণ উপভোগ করছেন বলে ইনস্টাগ্রামে লিখেছেন এমা রবার্টস।

ছবি: টাইমস অব ইন্ডিয়ার সৌজন্যে