
তৃষ্ণা পেলে, তোরে পান করি
বক্ষপুটে মৃদু চেপে ধরি
কোনো ধূম্র বা ধোঁয়া লাগে তো না
বুকের সিথানেই গজায় ওষ্ঠ
শুকোয় পিঠের ঘা
কোন পারানির কড়ি রে তুই
ফিল্টারবিহীন গা!
সিগারেট নয়, তোরে পালি আমি
দুর্বৃত্ত তবু যে পোষ্য
মমতা মাখায়ে মুখ তুলে ধরি
যেনবা চর্ব্য, চোষ্য ও লেহ্য।
তোর নিড়ানিতে ফুকফুকিয়ে
ফুসফুসে ঢোকে অক্সিজেনের গুচ্ছ
নিকোটিনে নয় সে নেকটারে পাই
মেঘ ও ময়ূরপুচ্ছ।
পিপাসা পেলেই ভোঁ ভোঁ খুঁজি তোরে
আর কিছু ভাল্লাগে না
তুই–ই আমার নেশা ও নদী
ওরে বলদ, আর তর্ক করিস না!