Thank you for trying Sticky AMP!!

বই দিবসে বিশেষ পোশাক বাতিল

জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার কারণে যুক্তরাজ্যের অনেক স্কুল বই দিবসের বিশেষ পোশাক বাতিল করেছে। কর্তৃপক্ষ বলেছে, প্রতিবছর বই দিবসে শিশুরা বিশেষ পোশাক পরে স্কুলে এলেও এ বছর তা বাধ্যতামূলক নয়।

৬ মার্চ ছিল বিশ্ব বই দিবস। প্রতিবছর এ দিনটিতে যুক্তরাজ্যের স্কুলগুলো শিক্ষার্থীদের তাদের বইয়ের সবচেয়ে পছন্দের চরিত্রের মতো করে সেজে আসতে বলে। এ বছরও বলেছিল। কিন্তু শেষ মুহূর্তে তা বাতিল করেছে।

লিভারপুলের প্লেজেন্ট স্ট্রিট প্রাইমারি স্কুলের ডেপুটি হেড টিচার এমা কেওগ বলেন, ‘বইয়ের প্রিয় চরিত্রের মতো করে সাজতে গেলে ওই চরিত্রের মতো করে পোশাক কিনতে হয় বা বানিয়ে নিতে হয়। এতে আলাদা খরচ হয় অভিভাবকদের। এ বছর অর্থনৈতিক সংকট ও মুদ্রাস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে। এমন পরিস্থিতিতে বই দিবসের বিশেষ পোশাকের জন্য অভিভাবকদের ওপর বাড়তি চাপ দেওয়া উচিত হবে না। তাই আমরা বই দিবসের পোশাক বাতিল করেছি।’

গত মাসে বিবিসি রেডিও ফোর মানি বক্সের উপস্থাপক ফেলিসিটি হান্না বলেন, ‘প্রতিবছর বই দিবসে শিশুরা তাদের পছন্দের চরিত্রের মতো পোশাক পরে স্কুলে যায়। বিষয়টি আমি ভালোবাসি। তবে মা–বাবার যাতে বাড়তি খরচ না হয়, সে বিষয়টিও খেয়াল রাখা দরকার।’

সূত্র: দ্য গার্ডিয়ান