<p>যৈবতী রমণী মাটি<br />তোর লাগি চাষা বসি কান্দে<br />এক ফোঁটা রস নাই খ্যাতে<br />লাঙল–জোয়াল সব চাঙে।<br />ঠিলা ভাঙে কিষানির<br />টাল খায় ঘাটে<br />যৌবনা বহতা নদী<br />স্রোতহীন তলা তার<br />চৌচির ফাটে।<br /><br />কৃষকের চোখে<br />ফারাক্কার বাঁধ ঝুলে থাকে।</p>.<p>জ্যামাইকা, নিউইর্য়ক</p>
<p>যৈবতী রমণী মাটি<br />তোর লাগি চাষা বসি কান্দে<br />এক ফোঁটা রস নাই খ্যাতে<br />লাঙল–জোয়াল সব চাঙে।<br />ঠিলা ভাঙে কিষানির<br />টাল খায় ঘাটে<br />যৌবনা বহতা নদী<br />স্রোতহীন তলা তার<br />চৌচির ফাটে।<br /><br />কৃষকের চোখে<br />ফারাক্কার বাঁধ ঝুলে থাকে।</p>.<p>জ্যামাইকা, নিউইর্য়ক</p>