অলংকরণ: এস এম রাকিবুর রহমান
অলংকরণ: এস এম রাকিবুর রহমান

কবিতা

আমাদের সহস্র রজনী

তুমি যদি ‘শাহারজাদি’,
আমি হতে পারি ‘শাহরিয়ার’।
দেখাবে মুখ সহজের দর্পণে।

শুধু কি আরবে ছিল
এক হাজার এক রজনী?

অশেষ গল্পেরা তোমাকে বাঁচায়,
মানুষের জীবিত, মৃত নদীতে,
অপরায়ণের স্রোতে আমাকেও।

ছোট–বড় কথন-বয়ানে
রাত্রির অতলে বসে,
কখনো মরুভূমিতে চাঁদের রৌদ্র দেখে
যা কিছু বলেছ,
একবিংশতে পৃথিবীর ছবি।

তুমি যদি শাহারজাদি,
নত আমি,
শুভ গল্পে অপেক্ষা বাড়াও।

মৃত্যু, আপাতত মুলতবি।