অনেক কথার প্রস্তুতি

কতটুকু ছাঁচে ঢেলে গড়ে উঠেছে পথের পরিক্রমা

শব্দের বুননে গেঁথে যাচ্ছে তোমার প্রতিটি অভ্যাস

                      চৌকস শব্দশিকারির কাছে।

বহুদিন প্রেমের নিবেদন নিয়ে বাড়িয়ে চলেছি

টুকরো অনুভূতির সংকলন প্রতিটি পৃষ্ঠায়।

একান্ত নিষ্ঠায় জীবনের কানাকানি নিয়ে

পায়চারি করেছি রোজ কোনো সংলাপে।

কতগুলো অতিদরকারি যতিচিহ্ন নিয়ে

আবেগের প্রকাশ ঘটাই আজকাল এভাবেই।

অথচ কী অসীম বিস্মৃতি কাছে ধেয়ে আসে 

পুরোনো কথার তীব্র কোনো কৌতুকে।

কেমন করে ফুরিয়ে যাচ্ছে বলবার কথাগুলো

           অনেক কথার প্রস্তুতি নিয়ে এখনো 

কেমন বাকরুদ্ধ হই তোমার কাছে এলে;

গুছিয়ে উঠতে পারি না কোনোভাবেই।