এসেক্সের গ্রন্থাগারে পাঠক
এসেক্সের গ্রন্থাগারে পাঠক

দে শে – বি দে শে

গ্রন্থাগার থেকে হারিয়ে গেছে ১ লাখের বেশি বই

এক পরিসংখ্যানে দেখা গেছে, পুরো এসেক্সের গ্রন্থাগার থেকে ১ লাখ ৫ হাজারের বেশি বই হারিয়ে গেছে।

এসেক্স কাউন্টি কাউন্সিল জানিয়েছে, বইগুলো ৪৫ দিন পেরিয়ে যাওয়ার পর ফেরত না আসায় ‘হারিয়ে গেছে’ বলে তালিকাভুক্ত করা হয়েছে।

এদিকে গ্রন্থাগার বই ফেরত আনতে না পারায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৫৮ হাজার ৮৪৫ পাউন্ড জরিমানা করা হয়েছে।

একজন মুখপাত্র বলেন, গ্রন্থাগারের সেবা ভালোই ছিল। কিন্তু পাঠকেরা তাঁদের প্রিয় উপন্যাসগুলো না পেয়ে হতাশা প্রকাশ করতেন।

মুখপাত্র বলেন, ‘প্রতি মাসে পুরো এসেক্সে হাজার হাজার বই ধার দেওয়া হয়, যা মূলত পড়া, শেখা ও সাক্ষরতার প্রতি অনুপ্রেরণা জোগাতে সহায়তা করে। তবে এই বইগুলো সময়মতো বা আদৌ আমাদের কাছে ফেরত আসে না।’

বিবিসি তথ্য বিশ্লেষণ করে দেখেছে, আনুমানিক ১ লাখ ৫ হাজার ৪৫৫টি বই হারিয়ে গেছে। সেখানকার গ্রন্থাগারের নিয়ম অনুযায়ী, যদি কোনো গ্রাহক বই হারান, তাহলে তাঁকে অর্থ পরিশোধ করতে হবে। আবার দেরিতে ফেরত দিলে জরিমানা গুনতে হবে।

এসেক্স কাউন্টি কাউন্সিলের ওয়েবসাইটে বলা হয়েছে, সময়মতো বই ফেরত দিতে না পারলে প্রথম সপ্তাহে প্রতিদিন দশমিক ২৬ পাউন্ড জরিমানা করা হয়। সপ্তাহ শেষে জরিমানার পরিমাণ দাঁড়ায় ১ দশমিক ৭৬ পাউন্ড।

সূত্র: বিবিসি

গ্রন্থনা: রবিউল কমল