চিঠিপত্র

ঝুঁকিপূর্ণ ডাকঘর

রাজধানীর সদরঘাট-বাংলাবাজারে অবস্থিত সদর ডাকঘরটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক। ডাকঘরটির ছাদের পলেস্তারা ভেঙে নিচে পড়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দোতলার মেঝেতে হাঁটার সময় ভবনটি অস্বাভাবিকভাবে কাঁপতে থাকে।
পুরোনো আমলের চেয়ার-টেবিল নিয়ে ডাকঘরটি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। কর্মকর্তা ও কর্মচারীরা এ ডাকঘরের মাধ্যমে বছরের পর বছর সেবা দিয়ে আসছেন। এলাকাবাসী ও পুরান ঢাকার জনগণ শত বছরের এই ডাকঘর নিয়ে গর্ব ও অহংকার করে থাকেন। অথচ সরকারের অবহেলা ও উদাসীনতার কারণে এই সদর ডাকঘরের সংস্কার হচ্ছে না। যেকোনো সময় রানা প্লাজার মতো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এ অবস্থায় সরকার ও ডাক বিভাগকে জরুরি ভিত্তিতে সদরঘাট-বাংলাবাজারের সদর ডাকঘরটি সংস্কার এবং এর আধুনিকায়নের উদ্যোগ নিতে অনুরোধ জানাচ্ছি।
মাহবুবউদ্দিন চৌধুরী
গেন্ডারিয়া, ঢাকা।