চিঠিপত্র

যানবাহনের মুখোমুখি সংঘর্ষ

যানবাহনের মুখোমুখি সংঘর্ষের অনেক বিচিত্র কারণ অনেকে খুঁজে বের করেন। প্রশ্ন হচ্ছে, ঢাকা শহরে যানবাহনে চলতে গিয়ে কেউ কি মুখোমুখি সংঘর্ষের কোনো প্রকার আশঙ্কা করেন?
নাটোরের মর্মান্তিক সড়ক দুর্ঘটনার পর দুর্ঘটনার কারণ অনুসন্ধান করতে গিয়ে বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সূত্রে বলা হয়েছে, চালকদের বেপরোয়া গাড়ি চালানোর কারণেই বেশির ভাগ দুর্ঘটনা ঘটছে। চালকের দক্ষতার অভাব, যানবাহনের যান্ত্রিক ত্রুটি, ট্রাফিক আইন না মানা, ভাঙাচোরা রাস্তা, গতিসীমা না মানা, যত্রতত্র গাড়ি পার্ক করা, ফুটওভারিব্রজ ব্যবহার না করা, অপরিকল্পিত নগরায়ণ এবং রোড ডিভাইডারের অভাবও দুর্ঘটনার জন্য অনেকাংশে দায়ী।
এখানে সর্বশেষ যে কারণটি উল্লেখ করা হয়েছে, সেিটই আমার কাছে মনে হয় মুখোমুখি সংঘর্ষের প্রধান কারণ এবং এ রোড ডিভাইডারের কল্যাণেই ঢাকা শহরে যানবাহনে বসে নিজেকে নিরাপদ মনে হয়। বিষয়টির প্রতি সচেতন মহল এবং যোগাযোগ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।
আহমেদ নূর, লক্ষ্মীপুর।