চিঠিপত্র

শিক্ষা কী?

পত্রিকা খুললেই দেখা যায়, দেশে শিক্ষিতের হার ক্রমেই বেড়ে চলেছে, যা একটি দেশের জন্য আশীর্বাদস্বরূপ। দেশের উন্নতির জন্যই আমাদের এ অগ্রযাত্রা ধরে রাখতে হবে।
কিন্তু কথা হচ্ছে, দেশে শিক্ষিতের হার বাড়লেও আমরা ঠিক কতটা শিক্ষিত হচ্ছি? শিক্ষা শুধু সার্টিফিকেট অর্জনের লক্ষ্য হলে আর যা–ই হোক, তা দিয়ে দেশের উন্নতি আশা করা যায় না । এই শিক্ষা যদি হয় শুধু টাকা কামানোর মাধ্যম, তাহলে এ শিক্ষার দরকার নেই বলে অনায়াসেই বলা যায়। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক ছাত্র খাবার দিতে একটু দেরি হলেই যখন ক্যানটিন বয় ও ডাইনিং বয়দের গায়ে হাত তোলে, কিংবা দু–এক টাকার জন্য রিকশাওয়ালাকে মারধর করে, তখন বলতে হয়, দেশের সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে পড়লেও সে নৈতিক শিক্ষা অর্জন করতে পারেনি।
শিক্ষা যদি মানুষকে আলোকিত না করে, তাহলে সেটা কিসের শিক্ষা? যে শিক্ষা মানুষের বুদ্ধির অর্গল খুলে দেয় না বা হৃদয় প্রসারিত করে না, সেটা শিক্ষা নয়। জগৎকে বোঝা ও জানাই হলো শিক্ষা। আমরা সেই শিক্ষা চাই।
আতাউর রহমান, শিক্ষার্থী, শাবিপ্রবি।