চট্টগ্রাম জেলার দক্ষিণে অবস্থিত বোয়ালখালী উপজেলা একটি ব্যস্ত বাণিজ্যিক উপজেলা। এখানে গড়ে উঠেছে স্কুল-কলেজ, স্বাস্থ্য কমপ্লেক্সসহ আরও অনেক বাণিজ্যিক কলকারখানা, যা দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
কিন্তু কালুরঘাটের এই পুরোনো সেতু বোয়ালখালী উপজেলার উন্নয়নের গতিকে স্তব্ধ করে রেখেছে। এই সেতুর ওপর দিয়ে ব্যবসা-বাণিজ্য, অফিশিয়াল কাজ, শিক্ষাপ্রতিষ্ঠানের কাজসহ মানুষের ব্যক্তিগত কাজেও সবাইকে চট্টগ্রাম শহরে আসতে হয়। বহু বছর আগে তৈরি কালুরঘাট সেতুটি আজ জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ।
যেকোনো সময় ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত মর্মান্তিক ঘটনা। তা ছাড়া, সেতুটি সিঙ্গেল লাইনের হওয়ায় তীব্র যানজট
সৃষ্টি হয়। ফলে মানুষের পক্ষে সময়মতো অফিস-আদালত ও স্কুল-কলেজে যাওয়া কঠিন হয়ে পড়ে।
তাই কালুরঘাট সেতুটি ভেঙে নতুন করে ডাবল লাইনের সেতু করার প্রয়োজন আছে। তা না হলে বোয়ালখালীবাসীর দুর্ভোগের সীমা থাকবে না।
ইতিপূর্বে এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের কাছে কয়েকবার আবেদন করা হলেও তাতে সাড়া পাওয়া যায়নি। আশা করি, এবার তাদের টনক নড়বে।
সুমন চন্দ্র দে
বোয়ালখালী, চট্টগ্রাম।