চিঠি
চিঠি

চিঠিপত্র

কৃত্রিম যানজট

যানজট এখন শুধু ঢাকার নয়, দেশের প্রায় সব শহরের নিত্যদিনের সমস্যা। দিন দিন বাড়ছে যানবাহনের সংখ্যা। বিশেষ করে রিকশা, অটোরিকশা, সিএনজি ও বাস। যেখানে ১৫-২০ মিনিটের পথ হওয়া উচিত, সেখানে পাড়ি দিতে লাগছে ঘণ্টার পর ঘণ্টা।

এই সমস্যা আরও জটিল হয়ে ওঠে যখন রাজনৈতিক দলগুলো বা বিভিন্ন সংগঠন সভা-সমাবেশের নামে রাস্তায় নামে। কেউ চায় ন্যায়বিচার, কেউবা নিজের অধিকার। এসব দাবি অবশ্যই গণতান্ত্রিক অধিকার। কিন্তু রাস্তায় অবরোধ তৈরি করে তা আদায়ের চেষ্টা শুধু কৃত্রিম যানজট সৃষ্টি করে না, অনেক সময় জীবন-মরণ পরিস্থিতিও তৈরি করে। যদি কোনো রোগী রাস্তায় আটকে থেকে মারা যায়, তাহলে সে দায়ভার কার?

গণতন্ত্রের মর্যাদা রক্ষা করেই সভা-সমাবেশের জন্য নির্ধারিত স্থান নির্ধারণ করা জরুরি। রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করে সরকার ও সংশ্লিষ্টদের উচিত যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করা।

হুমায়ুন আহমেদ

শিক্ষার্থী, সমাজবিজ্ঞান বিভাগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়