ঢাকা শহর দিন দিন যেন তার প্রাণ হারাচ্ছে। বিশ্বের অন্যতম প্রধান দূষিত শহরের তালিকায় ঢাকার নাম উঠে এসেছে। আমি পড়াশোনা করার জন্য যখন ঢাকায় এসেছিলাম, তখনো এত দূষিত ছিল না ঢাকার বাতাস। তখন এই শহরে জনসংখ্যাও কম ছিল। কিন্তু আগের তুলনায় এই শহরের উষ্ণতা দিন দিন বেড়েই চলেছে। এর প্রধান কিছু কারণ হচ্ছে অপরিকল্পিত নগরায়ণ, গাছপালা কেটে ফেলা, বড় বড় পুকুর ভরাট করে ফেলা, কলকারখানা ও যানবাহনের দূষিত ধোঁয়া এবং জনসংখ্যা বৃদ্ধি ইত্যাদি।
এই অসহ্য পরিস্থিতি থেকে বাঁচতে হলে আমাদের প্রয়োজনীয় কিছু পদক্ষেপ নিতে হবে। যেহেতু অতিরিক্ত নগরায়ণের ফলে গাছ লাগানোর জায়গা কমে গেছে, সে ক্ষেত্রে ছাদবাগান সবচেয়ে বেশি ফলপ্রসূ হবে।
প্রিয় নগরবাসী, আসুন আমরা সবাই ছাদবাগান করি এবং পরিবেশটাকে বাঁচানোর চেষ্টা করি। পাশাপাশি সবাইকে ছাদবাগান করতে উৎসাহিত করি। এভাবেই হয়তো কোনো একদিন এই প্রাণের শহর আবার প্রাণ ফিরে পাবে। মনে রাখতে হবে, আজকের সুন্দর পৃথিবীই আগামী দিনের শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ। প্রত্যেক ব্যক্তিকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়ে পরিবেশ রক্ষার্থে এগিয়ে আসতে হবে।
মিতুন ওয়াহিদ
শিক্ষার্থী, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক