চিঠি
চিঠি

চিঠিপত্র

অ্যান্টিভেনমের সরবরাহ বাড়াতে হবে

সরকারি অনেক হাসপাতালে সাপে কামড়ানো রোগীর চিকিৎসার ওষুধ ‘অ্যান্টিভেনম’ নেই। বিশেষজ্ঞদের মতে, মে থেকে সেপ্টেম্বর—এই সময়ে সাপে কাটার ঘটনা বেশি ঘটে। কারণ, এ সময় বিষধর সাপ বাসস্থান ছেড়ে লোকালয়ে চলে আসে এবং দংশনের ঘটনা ঘটে।

কিন্তু আশঙ্কাজনক বিষয় হলো, বর্তমানে দেশের সরকারি হাসপাতালগুলোতে অ্যান্টিভেনমের মজুত নেই। ফলে চিকিৎসা না পেয়ে সাপে কাটা অনেক রোগীর প্রাণহানি ঘটছে। উপজেলা ও জেলা পর্যায়ের সরকারি হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত রাখা হলে এমন মৃত্যুহার অনেকটাই কমানো সম্ভব।

একই সঙ্গে সাপের কামড়ের বিষয়ে জনসচেতনতা বাড়ানো জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আশা করি, দ্রুত সময়ের মধ্যে সরকারি হাসপাতালগুলোতে অ্যান্টিভেনমের মজুত নিশ্চিত করা হবে।

তানজীদ তামান্না

শিক্ষার্থী, বাংলা বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়