গাছ কেনা

বর্ষা মৌসুম গাছ লাগানোর জন্য সবচেয়ে ভালো এবং উত্তম সময়। ইটকাঠের এই শহরে সবুজের দেখা পাওয়া মুশকিল। তবে বেশ কয়েক বছর শহরের বারান্দা বা ছাদগুলোয় গাছের সংখ্যা বেড়েছে। নিজ উদ্যোগে বাসার বারান্দায় অল্প হলেও ফুল-ফলের গাছ লাগান অনেকেই। প্রতিবছর এই সময়ে ঢাকা শহরে বৃক্ষমেলা হয় রাজধানীতে। তবে এবার মেলা না হলেও নগরবাসী শহরের বিভিন্ন নার্সারি থেকে ফুলের চারা কিনছেন

ছোট্ট মেয়েকে সঙ্গে নিয়ে জবা ফুলের গাছ কিনতে এসেছেন নার্সারিতে
ছোট্ট মেয়েকে সঙ্গে নিয়ে জবা ফুলের গাছ কিনতে এসেছেন নার্সারিতে
পছন্দের গাছ নিচ্ছেন এক নারী
বাড়ির ছাদের জন্য ফলের গাছ বেশি কিনছেন ক্রেতারা
মায়ের সঙ্গে গাছ কিনতে এসেছে শিশুটিও
বারান্দায় অল্প জায়গায় রাখা যায় এমন গাছ কিনছেন অনেকেই
নানান জাতের সবজির গাছ কিনছেন অনেকে
অর্কিডের চাহিদাও বেশ
নানা ফলদ গাছ কিনে ফিরছেন এক নারী