বছর বছর ভাঙে ঘর

খুলনার দাকোপের পানখালী ইউনিয়ন। পশুর নদের ভাঙনে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধের একটি পয়েন্ট ভেঙে ১৫ বসতঘর নদে বিলীন হয়ে গেছে। ভাঙনকবলিত এলাকা থেকে অনেক পরিবার বসতবাড়ি ভেঙে অন্যত্র সরিয়ে নিচ্ছে। স্থানীয় ব্যক্তিদের দাবি, এলাকায় টেকসই বাঁধ নির্মাণ করা হোক।

পশুর নদের ভাঙনে বাড়ির অনেকাংশ ভেঙে গেলে ঘর খুলে অন্যত্র নেওয়ার প্রস্তুতি চলছে
পশুর নদের ভাঙনে বাড়ির অনেকাংশ ভেঙে গেলে ঘর খুলে অন্যত্র নেওয়ার প্রস্তুতি চলছে
এক্সকাভেটর দিয়ে বাঁধ মেরামত করছে পাউবো
নদ গ্রাস করেছে বাড়িঘর। অবশিষ্ট ইটগুলো নৌকায় তুলে নিয়ে যাচ্ছে একটি পরিবার
নদভাঙন থামছে না। বাধ্য হয়ে অমিয় রায় তাঁর শখের ঘর খুলে নিয়ে যাচ্ছেন অন্যত্র
বেড়িবাঁধে আশ্রয় নিতে পুরোনো ঘর খুলে নেওয়া হচ্ছে
সমস্যা সমাধানে বালু ফেলার পরিকল্পনা করছে পাউবো
সমীতা রায়ের বাড়ি ভেঙেছে গত বছর
নদভাঙনে ঘর হারিয়ে এক বছর ধরে বেড়িবাঁধে আশ্রয় নিয়ে থাকছে পরিবারটি
ভাঙনের ঝুঁকি নিয়ে দিন কাটছে। নতুন করে দেখা দিয়েছে ফাটল
ব্রজেন রায়ের ঘর হেলে পড়েছে। অনিশ্চয়তায় দিন কাটছে পরিবারটির