এমন রঙিন পাখা

ফুলের মধু খাচ্ছে দুটি কমন টাইগার প্রজাপতি। ছবিগুলো রাজধানীর রমনা পার্ক থেকে তোলা। ছবি: জামিউল ইসলাম
ফুলের মধু খাচ্ছে দুটি কমন টাইগার প্রজাপতি। ছবিগুলো রাজধানীর রমনা পার্ক থেকে তোলা। ছবি: জামিউল ইসলাম
প্রজাপতির নাম ইপ্লেওয়া কোর। দক্ষিণ এশিয়া ও অস্ট্রেলিয়ায় এই প্রজাপতি বেশি দেখা যায়। ছবি: জামিউল ইসলাম
শ্বেত ময়ূর বা হোয়াইট পিকক প্রজাপতি এটি। দক্ষিণ এশিয়া ছাড়াও যুক্তরাষ্ট্র ও মধ্য আমেরিকায় এর দেখা মেলে। ছবি: জামিউল ইসলাম
হিমলকুচি প্রজাপতি নীল ডোরা বা নীল বাঘ হিসেবেও পরিচিত। ছবি: জামিউল ইসলাম
পিকক পানজি প্রজাপতি গ্রীষ্মকালে উজ্জ্বল বর্ণ এবং বর্ষাকালে ধূসর বর্ণ ধারণ করে। ছবি: জামিউল ইসলাম
পুরুষ হোয়াইট পিকক প্রজাপতি প্রায় ১৫ মিটার জায়গাজুড়ে নিজের আধিপত্য বজায় রাখে। ছবি: জামিউল ইসলাম
হিমলকুচি প্রধানত ভারতে পাওয়া যায়। এরা ‘নিমফ্যালিডি’ পরিবারের সদস্য এবং ‘ডানায়িনি’ উপগোত্রের অন্তর্ভুক্ত। ছবি: জামিউল ইসলাম
এই প্রজাপতির গায়ে বাঘের মতো দাগ থাকে বলেই হয়তো এর অন্য নাম কমন টাইগার। ছবি: জামিউল ইসলাম