Thank you for trying Sticky AMP!!

রঙের দোল পূর্ণিমা

ফাল্গুনী পূর্ণিমায় চলে দোল পূর্ণিমার উৎসব। দিনটি উপলক্ষে একজন আরেকজনের গায়ে আবির মেখে দিচ্ছেন তরুণীরা। দক্ষিণ রামচন্দ্রপুর হরিজন কলোনি, পাবনা সদর, ১ মার্চ। ছবি: হাসান মাহমুদ
রঙের উৎসবে মেতেছেন তরুণীরা। নব বৃন্দাবন হরিবাসর মঠ, চেলোপাড়া, বগুড়া। ছবি: সোয়েল রানা
ছোট-বড় সবাই মেতেছে রং খেলায়। দক্ষিণ রামচন্দ্রপুর হরিজন কলোনি, পাবনা সদর। ছবি: হাসান মাহমুদ
হোলি উৎসবে এসে আবির মাখায় মেতে উঠেছে তরুণ তরুণী। চেলোপাড়া এলাকার নব বৃন্দাবন হরিবাসর মঠ, বগুড়া। ছবি: সোয়েল রানা
রং খেলায় উচ্ছ্বসিত তরুণ-তরুণী। দক্ষিণ রামচন্দ্রপুর হরিজন কলোনি, পাবনা সদর। ছবি: হাসান মাহমুদ
রং খেলার পাশাপাশি ছোট-বড় সবাই নেচে-গেয়ে দিনটি উদ্‌যাপন করছে। নব বৃন্দাবন হরিবাসর মঠ, চেলোপাড়া, বগুড়া। ছবি: সোয়েল রানা
রঙে রঙিন তরুণীর মুখ। নব বৃন্দাবন হরিবাসর মঠ, চেলোপাড়া, বগুড়া। ছবি: সোয়েল রানা
উৎসবের অবিচ্ছেদ্য অংশ সেলফি। নব বৃন্দাবন হরিবাসর মঠ, চেলোপাড়া, বগুড়া। ছবি: সোয়েল রানা
আবিরের রঙে মুখ রাঙিয়েছেন এক প্রবীণ। খরিচাডাঙ্গা, যশোর সদর। ছবি: এহসান-উদ-দৌলা
এক শিশুকে রাঙিয়ে দিচ্ছে আরেক শিশু। খরিচাডাঙ্গা, যশোর সদর। ছবি: এহসান-উদ-দৌলা
মুখে রং মেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের এক শিক্ষার্থী। ঢাকা। ছবি: দীপু মালাকার
ফুঁ দিয়ে আবির উড়িয়ে দিচ্ছেন এক শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা। ছবি: সাইফুল ইসলাম
রং খেলায় মেতেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ঢাকা, ছবি: দীপু মালাকার
রঙে রঙিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। ঢাকা। ছবি: সাইফুল ইসলাম
দোল পূর্ণিমা উৎসবে রং নিয়ে শিশুদের উচ্ছ্বাস ছিল বেশি। উত্তর কাট্টলী, চট্টগ্রাম। ছবি: জুয়েল শীল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উচ্ছ্বাস। ঢাকা। ছবি: সাইফুল ইসলাম