শতবর্ষে উৎসবমুখর ক্যাম্পাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আয়োজনের উদ্বোধন হয়েছে বুধবার। শতবর্ষের আয়োজন উপলক্ষে পুরো ক্যাম্পাস বর্ণিল সাজে সাজানো হয়েছে। ভবনগুলোতে আলোকসজ্জা করা হয়েছে। দিনভর প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের পদচারণে মুখর ছিল পুরো ক্যাম্পাস। শনিবার ছিল আয়োজনের চতুর্থ ও শেষ দিন। আজ আলোচনা সভা শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ মঞ্চায়ন করে ‘উদয়ের পথে এ আলোক তীর্থে’ নাটক
DIPU MALAKAR
সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছেন এক শিল্পী
টিএসসিতে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী দেখছেন শিক্ষার্থীরা
ফটোফ্রেমে ছবি তুলছেন প্রাক্তন শিক্ষার্থীরা
প্রাক্তন শিক্ষার্থীদের সন্তানদের নিয়ে চলছে ফটোসেশন
১৯৯৪ সালের ব্যাচের বন্ধুরা এক হয়েছেন অনেক বছর পর
টিএসসি প্রাঙ্গণে আজ ছিল উৎসবমুখর পরিবেশ