শীতের এই সময়টায় গ্রামবাংলার বিস্তীর্ণ মাঠ হলুদ বরণ ধারণ করে, সরিষা ফুলের কারণে। দেখে মনে হয় যেন হলুদ রঙের রাজ্য। এই রাজ্যে দেখা মেলল বাহারি প্রজাপতিটির। ছবিটি ময়মনসিংহের ফুলপুর উপজেলার সিংহেশ্বর গ্রাম থেকে তোলা। ছবি: জগলুল পাশাসরিষা খেতের আইল ধরে পানি নিয়ে হেঁটে চলেছে দুই শিশু। ছবিটি ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের চরাঞ্চল থেকে তোলা। ছবি: জগলুল পাশাযেন হলুদ বরণ রাজ্যে পাখির মতো ডানা মেলে আকাশে উড়তে চাইছে শিশুর দল। ছবিটি ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের চরাঞ্চল থেকে তোলা। ছবি: জগলুল পাশাসরিষা ফুল থেকে মধু সংগ্রহ করছে মৌমাছি। ছবিটি ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের চরাঞ্চল থেকে তোলা। ছবি: জগলুল পাশাসরিষা খেতের পাশে ছোট্ট একটি জমিতে হাতেই হাল টানছে তিন কৃষক। ছবিটি ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের চরাঞ্চল থেকে তোলা। ছবি: জগলুল পাশাময়মনসিংহের ব্রহ্মপুত্রের তীরজুড়ে নয়নজুড়নো হলুদ সরিষার খেত। ছবি: জগলুল পাশাসরিষা খেতের পাশের জমিতে জমে থাকা পানিতে মাছ ধরার জন্য জাল ফেলেছেন এক জেলে। ছবিটি ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের চরাঞ্চল থেকে তোলা। ছবি: জগলুল পাশাশাক তুলে সরিষা খেতের আইল ধরে গল্প করতে করতে বাড়ি ফিরছে দুই শিশু। ছবিটি ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের চরাঞ্চল থেকে তোলা। ছবি: জগলুল পাশাসরিষা ফুলের টানে ছুটে এসেছে ফড়িংটি। ছবিটি ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের চরাঞ্চল থেকে তোলা। ছবি: জগলুল পাশাসরিষা খেতের আইলে দাঁড়িয়ে একদল শিশু-কিশোর গুলতি দিয়ে পাখি শিকারের দুরন্তপনায় মেতেছে। ছবিটি ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের চরাঞ্চল থেকে তোলা। ছবি: জগলুল পাশা