পড়ে আছে কোটি টাকার পুরোনো রেলওয়ে সামগ্রী

চট্টগ্রাম নগরের হালিশহর সিজিপিওয়াই ডিপোতে বছরের পর বছর খোলা আকাশের নিচে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে শতকোটি টাকার পুরোনো যাত্রীবাহী ক্যারেজ, তেলবাহী ট্যাংক, রেলবিট, চাকা, স্লিপার ও মালবাহী ওয়াগন। আগাছায় ভরে গেছে পূর্বাঞ্চল রেলের কোটি টাকার পুরোনো ওয়াগন। পরিত্যক্ত অবস্থায় কোটি টাকার পুরোনো রেলওয়ে সামগ্রী নিয়ে ছবির গল্প:

এ যেন এক লোহালক্কড়ের গোরস্তান। পড়ে আছে শতকোটি টাকার পুরোনো জিনিসপত্র।
এ যেন এক লোহালক্কড়ের গোরস্তান। পড়ে আছে শতকোটি টাকার পুরোনো জিনিসপত্র।
ফেলে রাখা বগিকে আঁকড়ে ধরে আছে লতানো আগাছা।
পণ্যবাহী ট্রেনের বগির পাশে পড়ে আছে রেলের চাকা।
পরিত্যক্ত রেললাইনের পাশে ফেলে রাখা হয়েছে ওয়াগন।
আগাছার জন্য বোঝা দায়, এর নিচেই কয়েকটি তেলবাহী ট্যাংক আছে।