Thank you for trying Sticky AMP!!

হাওরে বোরো ধান কাটার ধুম

বৈশাখের শুরু থেকে সিলেটের বিভিন্ন হাওরে চলছে বোরো ধান কাটা। হাওরের পুবালি বাতাসে এখন পাকা ধানের মনমাতানো গন্ধ। সকাল থেকে সন্ধ্যা—কৃষক ব্যস্ত বোরো ধান কাটতে, মাড়াই করতে। মাড়াই শেষে নতুন ধান গোলায় তুলতে। সম্প্রতি ছবিগুলো সিলেট সদরের জিলকার হাওর থেকে তোলা।

মাথাল মাথায় দিয়ে হাওরে ধান কাটছেন দুই কৃষক।
ধান কাটা শেষে ভারে করে নিয়ে যাচ্ছেন কৃষকেরা।
মাড়াইয়ের জন্য হাওরপাড়ে স্তূপ করে রাখা হয়েছে ধান।
ধান কেটে তা বাড়ি নিয়ে যাচ্ছেন দুজন। সেখানে মাড়াই করা হবে।
হাওরের মধ্যখানে ছোট খাল। ধান কেটে সেই খাল দিয়ে নৌকায় করে তা আনা হয়েছে পাড়ে।
হাওর থেকে কেটে আনা ধানের আঁটি সড়কের পাশে স্তূপ করে রাখছেন একজন।
খেতের মধ্যেই মাড়াই করা হচ্ছে হাওরের ধান।
মাড়াই করা হচ্ছে হাওরের সোনালি ধান।
ধান শুকানোর পর তা বাড়িতে নিয়ে যাচ্ছেন একজন।
ধানের খড়ের ভারে নুয়ে পড়েছে কলাগাছ।
হাওরে এখনো অনেক খেতে ধান রয়েছে। কিছুদিন গেলে হাওরের সব ধান কৃষকের গোলায় উঠবে।