চুয়াডাঙ্গায় আজ বেলা তিনটায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা এ বছর দেশে সর্বোচ্চ তাপমাত্রা। ঢাকাসহ দেশজুড়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের ওপর দিয়ে চলমান এই তাপপ্রবাহ ১ মে সকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আজ দেশের বিভিন্ন অঞ্চলে গরমে মানুষ ও প্রাণীর কষ্টের চিত্র দিয়ে সাজানো হয়েছে এই ছবির গল্প।