দেশজুড়ে তীব্র তাপপ্রবাহে কষ্টে মানুষ

চুয়াডাঙ্গায় আজ বেলা তিনটায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা এ বছর দেশে সর্বোচ্চ তাপমাত্রা। ঢাকাসহ দেশজুড়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের ওপর দিয়ে চলমান এই তাপপ্রবাহ ১ মে সকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আজ দেশের বিভিন্ন অঞ্চলে গরমে মানুষ ও প্রাণীর কষ্টের চিত্র দিয়ে সাজানো হয়েছে এই ছবির গল্প।

চোখমুখে পানির ঝাপটা দিচ্ছেন এই পথচারী। নারায়ণগঞ্জের ২ নম্বর রেলগেট এলাকায়
 ছবি: দিনার মাহমুদ
সিলেট নগরের কোর্ট পয়েন্ট এলাকায় প্রখর রোদের মধ্যে বিদ্যালয় ছুটি শেষে রিকশায় করে শিশুকে বাসায় নিয়ে যাচ্ছেন অভিভাবক
গরমের মধ্যে কাজের জন্য বাইরে বের হওয়া লোকজনকে স্বস্তি দিতে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সম্মিলিতভাবে মাথার টুপি, পানি, স্যালাইন ও শসা বিতরণ করে
প্রখর রোদের মধ্যে ওএমএসের চাল-আটা কিনতে দাঁড়িয়েছেন স্বল্প আয়ের মানুষেরা। সিলেট নগরের সুরমা পয়েন্ট
প্রচণ্ড গরমে রাঙামাটি শহরে হাঁসফাঁস অবস্থা প্রাণিকুলেরও
রংপুরের ভক্তিপুর এলাকায় গরমে ক্লান্ত এই ফেরিওয়ালা গাছের নিচে বসে বিশ্রামে নিচ্ছেন
কুমিল্লায় গরমের মধ্যে একটু পরপর গরুর গায়ে পানি ছিটিয়ে দিচ্ছেন খামারিরা
খুলনা শহরে সাইকেল চালিয়ে কাজে বের হয়েছেন এই দম্পতি। রোদ থেকে নিজেদের রক্ষায় পেছনে বসে নারীটি এমনভাবে ছাতা ধরেছেন, যেন স্বামীও ছায়া পান
বগুড়ার আদমদীঘিতে প্রচণ্ড গরমের মধ্যে মহিষের দল নেমেছে ডোবার পানিতে
চুয়াডাঙ্গায় তপ্ত দুপুরের প্রচণ্ড গরমে একদল কৃষিশ্রমিক ধান কাটার পর মিনি ট্রাকে তুলছেন
বাসের অপেক্ষায় থাকা লোকজন সূর্যের তাপ থেকে বাঁচতে দাঁড়িয়েছেন পদচারী-সেতুর ছায়ায়। রাজধানীর কাকলি এলাকায়
পাবনায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এই গরমে পথচারী ও ভ্যান-রিকশাচালকদের ব্যক্তিগত উদ্যোগে বিনা মূল্যে শরবত বিতরণ করছেন পাঁচ বন্ধু
বরিশাল নথুল্লাবাদ এলাকায় প্রচণ্ড গরমের মধ্যে এক শ্রমজীবী ভ্যান টানতে গিয়ে হাঁপিয়ে উঠেছেন