Thank you for trying Sticky AMP!!

অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে ভাস্কর্য

দেশের বড় শহরগুলোর সৌন্দর্যবর্ধনের জন্য নানা রকমের স্থাপনা ও ভাস্কর্য নির্মাণ করে কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে সেগুলো অযত্ন-অবহেলায় পড়ে থাকায় স্থাপনা এলাকার পরিবেশ নষ্ট হয়ে আছে। অনেক টাকা খরচ করে তৈরি করলেও এর রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হতে চলেছে স্থাপনাগুলো। কোনো স্থাপনা টিনের বেড়া দিয়ে ঘেরা আবার ব্যানার, পোস্টার সাঁটিয়ে স্থাপনাগুলো ঢেকে রেখেছেন অনেকে। গতকাল সোমবার দেশের বিভিন্ন এলাকা থেকে তোলা কিছু চিত্র দিয়ে ছবির গল্প।

সৌন্দর্যবর্ধনে খুলনা সিটি করপোরেশনের রয়্যাল মোড়ে রয়েছে খুলনার ঐতিহ্য চিংড়ি মাছের ভাস্কর্য। রক্ষণাবেক্ষণের অভাবে শ্রী হারিয়েছে চিংড়ি মাছের ভাস্কর্যটি ও ফোয়ারা
বরিশাল নগরের অন্যতম ঐতিহ্যবাহী বিবির পুকুরপাড়। বেষ্টনীর সঙ্গে স্থায়ীভাবে কাঠামো তৈরি করে সেখানে মাসের পর মাস ধরে লাগানো থাকে রাজনৈতিক ব্যানার। ল্যাম্পপোস্টের সঙ্গে শুকাতে দেওয়া হয় ডেকোরেটরের কাপড়। সদর রোড, বরিশাল
রাজশাহী নগরের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর চত্বরটির সামনে ঘিরে ফেলা হয়েছে নানা রকম রাজনৈতিক পোস্টার-ব্যানারে। তালাইমারী মোড়, রাজশাহী
শহীদ এ এইচ এম কামারুজ্জামান চত্বরের ঝরনাগুলো বন্ধ। রাজশাহী
রংপুর নগরের বেতপট্টি এলাকায় ভাষাচত্বর নামের এই স্মৃতিসৌধের চারপাশে দোকান বসে আড়াল করে রাখে
ময়মনসিংহে পোস্টার সাঁটিয়ে ছেয়ে ফেলা হয়েছে ব্যাট-বলের ক্রীড়া চত্বর। সার্কিট হাউস-সংলগ্ন, ময়মনসিংহ
সড়ক সংস্কারের বালু স্তূপ করে রাখা হয়েছে ময়মনসিংহ নগরের নতুন বাজার মোড়ের পায়রা চত্বরে। ময়মনসিংহ
সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নগরের সৌন্দর্যবর্ধনের জন্য বিভিন্ন সড়কে বৃক্ষের আদলে তৈরি করা হয়েছিল সড়ক বিভাজক। বিভিন্ন স্থানে সড়ক বিভাজক ভেঙে গেছে। কদমতলী বাস টার্মিনাল সড়ক, সিলেট
সৌন্দর্যবর্ধনে খুলনা সিটি করপোরেশনের ময়লাপোতা মোড়ের ক্রিকেটের স্মারক ভাস্কর্যটি অযত্ন-অবহেলায় সৌন্দর্য হারিয়েছে। ময়লাপোতা
সিলেট নগরের হুমায়ুন রশীদ চত্বরে রয়েছে ছোট-বড় চারটি ফোয়ারা। অযত্ন-অবহেলায় ফোয়ারার বেষ্টনী ভেঙে গেছে। হারিয়েছে সৌন্দর্য। সিলেট
চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকায় তৈরি করা বাঘের ভাস্কর্যের ঘাড়ের ওপর ভর করে আছে একগুচ্ছ তার। আর আশপাশে জন্মানো লতাপাতার কারণে ভালো করে দেখা যায় না ভাস্কর্যটি। চট্টগ্রাম
চট্টগ্রামের সাগরিকা মোড় এলাকায় তৈরি করা ক্রিকেটারদের ভাস্কর্যের মুখে ও নিচে জমে আছে বিভিন্ন রকমের ময়লা-আবর্জনা। চট্টগ্রাম