ফুলঝাড়ু তৈরির কর্মযজ্ঞ

ফুলঝাড়ু তৈরির প্রধান উপকরণ হচ্ছে উলু ফুল। দেশের প্রায় সব এলাকায় পাওয়া গেলেও এগুলো সাধারণত চট্টগ্রাম পার্বত্য অঞ্চল থেকে সংগ্রহ করেন মো. সাইদুল ইসলাম। তাঁর মতে, সাধারণত শীতকালে এ ফুল ফোটে। মার্চ মাসে গাছে ফুল আসে। এরপর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সংগ্রহ করে শুকানোর পর তা বিক্রি করা হয়। এই ফুল সংগ্রহ করে কুমিল্লা নগরের ২য় মুরাদপুর এলাকায় দীর্ঘদিন ধরে ফুলঝাড়ুর ব্যবসা করে আসছেন সাইদুল। ফুলঝাড়ু তৈরির কর্মযজ্ঞ নিয়ে ছবির গল্প।

ফুলঝাড়ু তৈরিতে এখন ব্যবহার করা হয় পাটখড়ি। ঝাড়ুটি ধরার জায়গায় ব্যবহার করা হয় এই পাটখড়ি
ফুলঝাড়ু তৈরিতে এখন ব্যবহার করা হয় পাটখড়ি। ঝাড়ুটি ধরার জায়গায় ব্যবহার করা হয় এই পাটখড়ি
এই সেই উলু ফুল, যা দিয়ে ফুলের ঝাড়ু তৈরি করা হয়
ঝাড়ু তৈরির প্রাথমিক কাজ শুরু হয় এক আঁটি ফুল দিয়ে
ফুলঝাড়ুর গোড়ায় বাধা হচ্ছে পাটখড়ি
পাটখড়ি বাঁধার পর স্কচটেপ দিয়ে বেঁধে নিচ্ছেন এক কারিগর
চিকন চিকন পাইপ দিয়ে তৈরি করা হয় ফুলের ঝাড়ু
ফুলঝাড়ু তৈরি শেষে এক আঁটিতে ২৫টি করে সাজিয়ে রাখছেন এক কারিগর
দল বেঁধে কাজ করছেন কারিগরেরা
দোকানের সামনে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য সাজিয়ে রাখা হয়েছে ঝাড়ু