প্রথম আলো ট্রাস্ট

মাদকবিরোধী দিবস উপলক্ষে মুক্ত সংলাপ

২৬ জুন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘শৃঙ্খল ভাঙার আহ্বান: সবার জন্য প্রতিরোধ, চিকিৎসা ও নিরাময়’। দিবসটি উপলক্ষে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ২১ জুন প্রথম আলো কার্যালয়ে মুক্ত সংলাপের আয়োজন করা হয়। এতে অংশ নেন সরকারি প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা থেকে শুরু করে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, শিক্ষক, খেলোয়াড় ও অভিনেতা। ছবিতে মুক্ত সংলাপে অংশ নেওয়া অতিথিরা।  

মাদক বা যেকোনো কিছুর ক্ষেত্রেই আত্মনিয়ন্ত্রণের পরামর্শ দেন অভিনেতা আফজাল হোসেন
মাদক বা যেকোনো কিছুর ক্ষেত্রেই আত্মনিয়ন্ত্রণের পরামর্শ দেন অভিনেতা আফজাল হোসেন
মাদক প্রতিরোধে পরিবারের ভূমিকার ওপর জোর দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক হাসান মারুফ
মাদকের পৃষ্ঠপোষকদের ধরা যাচ্ছে না বলে জানান পুলিশের উপমহাপরিদর্শক (স্পেশাল ক্রাইম ম্যানেজমেন্ট) আশিক সাইদ
মুক্ত সংলাপে অংশ নেন অভিনেতা আদিল হোসেন নোবেল
সীমান্ত হয়ে মাদকের প্রসার হওয়ার কথা জানান জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক মোহিত কামাল
শিশুদের মানসিকভাবে দৃঢ় করে গড়ে তোলার পরামর্শ দেন মানসিক রোগ বিশেষজ্ঞ মেখলা সরকার
মুক্ত সংলাপে অংশ নেন সেন্ট যোসেফ উচ্চবিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাদার লিও পেরেরা
মাদকের সরবরাহ বন্ধে পদক্ষেপ নিতে বলেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডিরেক্টর (ইনফ্লুয়েন্সিং, ক্যাম্পেইন অ্যান্ড কমিউনিকেশন) নিশাত সুলতানা
মাদকের প্রভাব ও প্রতিরোধ নিয়ে কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নাজমুল পলাশ
ওয়াইডব্লিউসিএ উচ্চবিদ্যালয়ের অধ্যক্ষ ফ্লোরেন্স গোমেজ নিজের অভিমত তুলে ধরেন
মুক্ত সংলাপে অংশ নেন টেবিল টেনিস তারকা জোবেরা রহমান লিনু
মাদক প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগ চান ইউনিট্রেড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ক্রিয়েটিভ চিফ মুনির আহমেদ খান