নদী, খাল আর সবুজে মোড়া দক্ষিণের জনপদ বরিশাল। এই জনপদের পিরোজপুরে সন্ধ্যা নদীর শাখা আটঘর কুড়িয়ানা খাল। পেয়ারা ও কৃষিপণ্যে ভাসমান হাটের জন্য এই আটঘর খালের পরিচিতি রয়েছে। এখানেই শতবর্ষের চেনা দৃশ্য হয়ে ফিরে আসে কুড়িয়ানা খালের নৌকার হাট। সপ্তাহের প্রতি শুক্রবার এখানে বসে নৌকার হাট। বরিশাল, পিরোজপুর আর ঝালকাঠির বিস্তীর্ণ জলপথে নৌকা শুধু বাহন নয়—এ যেন জীবনযাপনের অবিচ্ছেদ্য অংশ। বছরের পর বছর ধরে এই ভাসমান হাট হয়ে উঠেছে কৃষিজীবী মানুষের আশা-ভরসার কেন্দ্র, আর বর্ষায় এর প্রাণ যেন নতুন করে জেগে ওঠে। আটঘরের কুড়িয়ানা খালের এই হাটে ছায়া ফেলে গ্রামের জীবন, শ্রম, ঐতিহ্য আর সংস্কৃতির এক অপূর্ব সমাবেশ—যার ছবি বলে দেয় একেকটা নৌকারও যেন নিজস্ব গল্প আছে।
