জলে ভাসা শতবর্ষী নৌকার হাটে

নদী, খাল আর সবুজে মোড়া দক্ষিণের জনপদ বরিশাল। এই জনপদের পিরোজপুরে সন্ধ্যা নদীর শাখা আটঘর কুড়িয়ানা খাল। পেয়ারা ও কৃষিপণ্যে ভাসমান হাটের জন্য এই আটঘর খালের পরিচিতি রয়েছে। এখানেই শতবর্ষের চেনা দৃশ্য হয়ে ফিরে আসে কুড়িয়ানা খালের নৌকার হাট। সপ্তাহের প্রতি শুক্রবার এখানে বসে নৌকার হাট। বরিশাল, পিরোজপুর আর ঝালকাঠির বিস্তীর্ণ জলপথে নৌকা শুধু বাহন নয়—এ যেন জীবনযাপনের অবিচ্ছেদ্য অংশ। বছরের পর বছর ধরে এই ভাসমান হাট হয়ে উঠেছে কৃষিজীবী মানুষের আশা-ভরসার কেন্দ্র, আর বর্ষায় এর প্রাণ যেন নতুন করে জেগে ওঠে। আটঘরের কুড়িয়ানা খালের এই হাটে ছায়া ফেলে গ্রামের জীবন, শ্রম, ঐতিহ্য আর সংস্কৃতির এক অপূর্ব সমাবেশ—যার ছবি বলে দেয় একেকটা নৌকারও যেন নিজস্ব গল্প আছে।

বিক্রির জন্য খালের পানিতে সারি সারি করে রাখা হয়েছে নৌকা।
বিক্রির জন্য খালের পানিতে সারি সারি করে রাখা হয়েছে নৌকা।
কেনার আগে নৌকা পরখ করে দেখছেন ক্রেতারা।
ক্রেতার অপেক্ষায় নৌকা নিয়ে বসে আছেন এই বিক্রেতা।
নৌকার হাটে ইজারাদারদের কাছ থেকে খাজনার রসিদ নিচ্ছেন ক্রেতারা।
খাল পেরিয়ে বিক্রির জন্য নৌকা রাখা হয়েছে সড়কের ওপর।
নৌকা চালানোর বৈঠাও বিক্রি হয় হাটে। আকার ও মান অনুযায়ী প্রতিটি বৈঠা এক শ থেকে এক হাজার টাকায় বিক্রি হয়।
নতুন নৌকা কিনে জনপথে বাড়ি ফিরছে একটি পরিবার।
বিক্রি হয়ে গেছে এই নৌকা। তাই বিক্রেতার হাতে তুলে দেওয়ার জন্য নৌকা পানি থেকে ডাঙায় তোলা হচ্ছে।
রেইনট্রি, চাম্বল, কড়ই ও মেহগনি কাঠ দিয়ে তৈরি করা হয় এসব নৌকা। আকার ও মান অনুযায়ী প্রতিটি নৌকার দাম পড়ে ২ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত।