পৌষ মেলায় বাহারি নামের ঘোড়ার দৌড়

মাঠের আমন ধান কাটা হয়েছে। পড়ন্ত বেলায় ধু ধু মাঠে ১৭টি ঘোড়া প্রতিযোগিতায় এসেছে। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ছাইহাটা গ্রামে তিন দিনব্যাপী পৌষ মেলা চলছিল। গত শুক্রবার শুরু হয়েছে মেলাটি। তিন দিনব্যাপী মেলা হলেও তার রেশ চলে প্রায় সপ্তাহজুড়েই। সেই মেলার প্রধান আকর্ষণ ঘোড়দৌড় প্রতিযোগিতা। মেলাটি শেষ হবে আজ সোমবার। প্রতিযোগিতার অংশ নেয় বাহারি নামের ঘোড়া। ঘোড়সওয়ারদের রণকৌশল আর ঘোড়ার খুরের টগবগ শব্দ উপভোগ করেন হাজারো দর্শক। ছাইহাটা গ্রামবাসীর আয়োজিত ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় তুফান ‘অ্যারাবিয়ান হর্স’ বাংলার ডন, ‘কাটিং মাস্টার’ বহুরূপী, রেড সিগন্যাল, হাসানের -২৩–সহ ১৭টি ঘোড়া। এই ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখাতে সেখানে হাজির হয়েছিলেন কয়েক হাজার দর্শক। তাঁদের করতালিতে মুখর থাকে পুরো মেলা প্রাঙ্গণ। পৌষ মেলার ঘোড়াদৌড় নিয়ে ছবির গল্প।

প্রতিযোগিতার জন্য প্রস্তুত করা হচ্ছে ঘোড়াটি
প্রতিযোগিতার জন্য প্রস্তুত করা হচ্ছে ঘোড়াটি
দর্শকদের দাঁড়িয়ে খেলা দেখাচ্ছে ঘোড়া
বিগড়ে গেছে ঘোড়াটি। শান্ত করার চেষ্টায় ঘোড়সওয়ার
প্রতিযোগিতায় ছুটছে ঘোড়া
শুরু হয়েছে ঘোড়দৌড় প্রতিযোগিতা
বহুরূপী নামের ঘোড়া ছুটে চলছে
পৌষ মেলায় মানুষের ব্যাপক উৎসাহ