চট্টগ্রাম নগরের বায়েজিদের চন্দ্রনগর এলাকায় নাগিন পাহাড়ের দুই-তৃতীয়াংশ কেটে গত দুই দশকে গড়ে তোলা হয়েছে দুটি আবাসিক এলাকা। পাহাড়ের বুক চিরে গড়ে ওঠা এসব আবাসিক এলাকার নাম দেওয়া হয়েছে গ্রিনভ্যালি হাউজিং ১ ও ২।
আবাসনের নামে এখনো সেখানে চলছে পাহাড় কাটা। পাহাড়ের গা ঘেঁষে গড়ে তোলা এসব স্থাপনা নিয়ে রয়েছে দুর্ঘটনার আশঙ্কা।