তীব্র গরমের কারণে হাসপাতালে শিশু রোগী বাড়ছে। ডায়রিয়া, বমি, ঠান্ডাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে নানা বয়সের শিশু। তাই রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। চট্টগ্রাম নগরের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের ডায়রিয়া ও গরমজনিত রোগীদের ওয়ার্ডে আজ সোমবার ভর্তি রোগীর সংখ্যা ৪২। ৬ মাস থেকে ৪ বছরের শিশুরা বেশি ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে।