তীব্র গরমে অসুস্থ হচ্ছে শিশুরা

তীব্র গরমের কারণে হাসপাতালে শিশু রোগী বাড়ছে। ডায়রিয়া, বমি, ঠান্ডাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে নানা বয়সের শিশু। তাই রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। চট্টগ্রাম নগরের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের ডায়রিয়া ও গরমজনিত রোগীদের ওয়ার্ডে আজ সোমবার ভর্তি রোগীর সংখ্যা ৪২। ৬ মাস থেকে ৪ বছরের শিশুরা বেশি ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে।

দুই দিন ধরে ডায়রিয়ায় আক্রান্ত তিন বছরের শিশু অদিতি বড়ুয়া।
দুই দিন ধরে ডায়রিয়ায় আক্রান্ত তিন বছরের শিশু অদিতি বড়ুয়া।
ক্লান্ত হয়ে ঘুমিয়ে আছে চার বছরের শিশু অতিথি।
ডায়রিয়ায় আক্রান্ত এক শিশুকে চিকিৎসাসেবা দিচ্ছেন একজন নার্স।
কিছুটা ভালো লাগছে, তাই শয্যায় ওঠে বসে আছে শিশুটি।
৯ মাসের শিশু বেলাল হোসেনকে স্যালাইন খাওয়াচ্ছেন মা।
১ বছরের শিশু ইব্রাহীমকে শান্ত করার চেষ্টা করছেন নানা।
৬ মাসের শিশু আবদুল্লাকে শান্ত করার চেষ্টা করছেন মা।
ডায়রিয়া নিয়ে ভর্তি হওয়া দেড় বছরের শিশু ফারাজকে নিয়ে অসহায় বসে আছেন খালা।
ঠান্ডা লেগে নিউমোনিয়ায় আক্রান্ত ৯ মাসের শিশু তাজরীন রুহানকে নেবুলাইজার দেওয়া হচ্ছে।
কয়েক দিন ধরে শুধু বমি করছে ১৪ মাসের শিশু আফান। মা তাকে পায়ের ওপর রেখে ঘুমিয়ে পড়েছেন। আর বাবা মাহমুদুল হাসান তাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছেন।
কোলে নিয়ে দুই শিশুকে শান্ত করার চেষ্টা করছেন অভিভাবকেরা।