কুমিল্লার কোটবাড়ী এলাকায় অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) বাগানগুলো সেজেছে রংবেরঙের ফুলে। বছরের এই সময়ে বার্ডের পরিবেশ থাকে ভিন্নরূপ, যা দেখে মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীসহ প্রশিক্ষণার্থীরা। দেশি-বিদেশি প্রায় ৭০ প্রজাতির ফুল রয়েছে এই বাগানে। বাগান পরিচর্যার কাজে ২০ জন মালি রয়েছেন এই বার্ডে। বাগান ঘুরে ফুলের রাজ্যের ছবিগুলো দেওয়া হলো ছবির গল্প
