চট্টগ্রামের সীতাকুণ্ডের ডিসি পার্কে চলছে ফুল উৎসব। মাসব্যাপী এই উৎসবে রয়েছে দেশি-বিদেশি ১৩৬ প্রজাতির ফুলের গাছ। উদ্বোধনের পর উৎসবে ভিড় করছেন নানা বয়সের লোকজন। উৎসবে এসে অনেকে নৌকা ও বিভিন্ন রাইডে চড়ছেন। এই উৎসব নিয়ে ছবির গল্প।
সৌরভ দাশচট্টগ্রাম
উৎসবে আছে নজরকাড়া ফুলসহ গাছ।
বিজ্ঞাপন
উৎসবে এসে অনেকে নৌকাভ্রমণ করছেন।
বিজ্ঞাপন
দর্শনার্থীদের আকৃষ্ট করতে প্রজাপতির আদলে সাজানো হয়েছে ফুলগাছ।উৎসবে এসে অনেকে সেলফি তুলছেন।বাগানোর আদলে ফুলগাছ সাজানো হয়েছে।উৎসবে দর্শনার্থীদের ভিড়।বিভিন্ন প্রজাতির ফুলের গাছ রয়েছে উৎসবে।উৎসবে ফুল বিক্রিরও ব্যবস্থা আছে।সেজেগুজে উৎসবে এসেছেন দর্শনার্থীরা।