পর্যটকদের আনাগোনা দীর্ঘদিন বন্ধ থাকায় সেন্ট মার্টিনের প্রকৃতি ফিরেছে আপন রূপে। চারপাশে লোনাপানিতে ঘেরা এই দ্বীপে এবার ধানের ফলনও হয়েছে ভালো। চারদিক ঘিরে থাকা সাগরের নীল জলরাশি আর মধ্যখানের সবুজ দ্বীপ যেন এখন ধরা দিচ্ছে মুগ্ধ করা নতুন রূপে। ছবিগুলো সম্প্রতি তোলা—