পাখির চোখে সেন্ট মার্টিন

পর্যটকদের আনাগোনা দীর্ঘদিন বন্ধ থাকায় সেন্ট মার্টিনের প্রকৃতি ফিরেছে আপন রূপে। চারপাশে লোনাপানিতে ঘেরা এই দ্বীপে এবার ধানের ফলনও হয়েছে ভালো। চারদিক ঘিরে থাকা সাগরের নীল জলরাশি আর মধ্যখানের সবুজ দ্বীপ যেন এখন ধরা দিচ্ছে মুগ্ধ করা নতুন রূপে। ছবিগুলো সম্প্রতি তোলা—

নীল জলরাশি আর সবুজের সমারোহ সেন্ট মার্টিনকে দিয়েছে নজরকাড়া রূপ
নীল জলরাশি আর সবুজের সমারোহ সেন্ট মার্টিনকে দিয়েছে নজরকাড়া রূপ
দ্বীপের সৈকতে আছড়ে পড়ছে সাগরের নীল জল
দ্বীপ লাগোয়া সাগরে সারি সারি মাছ ধরার নৌকা
ছেঁড়া দ্বীপ–সংলগ্ন সাগরে ভাসছে নৌকাগুলো
দ্বীপের একেবারে পূর্ব প্রান্তে সবুজের সমারোহ
জেটি ঘাট এলাকার নজরকাড়া দৃশ্য
নীল আর সবুজের মধ্যে ছোট ছোট ঘর
দ্বীপের মাঝে ফসলের খেত
সবুজ খেতের মাঝে মাঝে গড়ে উঠেছে বিভিন্ন রিসোর্ট