শিশুর দুরন্তপনা

গ্রামের পাশেই বিশাল মাঠ। সেখানে কোথাও কোথাও শর্ষেখেত। কোথাও আবার আমন ধান কেটে নেওয়ার পর খালি পড়ে আছে বিস্তীর্ণ মাঠ। স্থানীয়রা মাঠটিকে বগাদহ বা সাতবিল বলেন। সেই মাঠে সুযোগ পেলেই দুরন্তপনায় মেতে ওঠে শিশুরা। শাহজাহানপুর উপজেলার রামচন্দ্রপুর থেকে ছবিগুলো ৬ জানুয়ারি তোলা।

সাতবিলের মেঠো পথে ভ্যানটিকে চালিয়ে মাঠে নিয়ে এসেছে এই শিশুর দল। তারা প্রতিবেশী। এখান থেকে ভ্যানে করে ফসল নিয়ে বাড়ি ফিরবে এই চার শিশুর একজনের মা।
সাতবিলের মেঠো পথে ভ্যানটিকে চালিয়ে মাঠে নিয়ে এসেছে এই শিশুর দল। তারা প্রতিবেশী। এখান থেকে ভ্যানে করে ফসল নিয়ে বাড়ি ফিরবে এই চার শিশুর একজনের মা।
ভ্যান থেকে নেমে এবার গুলতি ঘুরছে রাউসান হাবিব ও রহমত ইসলাম।
পাথরের ছোট ছোট টুকরা নিয়ে গুলতি ছোড়ার প্রস্তুতি
নিশানা লক্ষ্য করে গুলতি ছোড়া
ছোট পাথর বের করে নিচ্ছে একজন
কাদাজল মাড়িয়ে দুরন্তপনায় শিশু
একজন গুলতি মারছে, অন্যজন অনুসরণ করছে
কাদায় মেখে যাওয়া পা ধুয়ে নেওয়া
খেলতে খেলতে একপর্যায়ে একটু জিরিয়ে নেওয়া