অযত্নে মুক্তিযুদ্ধে বগুড়ার শহীদ স্মৃতি

মহান মুক্তিযুদ্ধের বেদনা, ত্যাগ আর মুক্তির স্মৃতি ছড়িয়ে আছে বগুড়ার নানা প্রান্তে। কোথাও শহীদদের স্মৃতিফলক দাঁড়িয়ে আছে, আবার কোথাও চিহ্নগুলো মুছে যেতে বসেছে সংস্কারের অভাবে।
বগুড়া সদর উপজেলার কৈচড় বধ্যভূমি, মুক্তির ফুলবাড়ী, নারুলী গণকবর ও রেলওয়ে স্টেশন বধ্যভূমির দৃশ্য নিয়ে এই ছবির গল্প।

মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে নির্মিত কৈচড় বধ্যভূমির ফলক
মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে নির্মিত কৈচড় বধ্যভূমির ফলক
বগুড়া জেলার প্রকৃত শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা ফলক ‘মুক্তির ফুলবাড়ী’ সংস্কার করা হচ্ছে
অযত্ন আর অবহেলায় নারুলী গণকবর
নারুলী গণকবরের ভেঙে যাওয়া দেয়াল
গণকবরের দেয়ালের পাশে পড়ে আছে ময়লা-আবর্জনা
বগুড়ার রেলওয়ে স্টেশন সড়কের পাশে রেলওয়ে স্টেশন বধ্যভূমি
৭. রেলওয়ে স্টেশন বধ্যভূমি
রেলওয়ে স্টেশন বধ্যভূমির মূল পাটাতনের কয়েকটি স্থান দেবে নষ্ট হয়ে গেছে