বকের ঝাঁক

আমন ধান রোপণের আগে এখন কৃষকেরা জমি তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন। সেসব জমিতে পোকামাকড় খেতে জড়ো হচ্ছে ঝাঁকে ঝাঁকে বক। ধানের খেতে বকের ওড়াউড়ির ছবিগুলো সম্প্রতি বগুড়ার গাবতলী উপজেলার ধনঞ্জয় গ্রাম থেকে তোলা।

পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছেন এক কৃষক, পাশেই উড়ছে বকের ঝাঁক।
পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছেন এক কৃষক, পাশেই উড়ছে বকের ঝাঁক।
খেতের ওপর উড়ছে একঝাঁক বক।
বকের ঝাঁকের সঙ্গে পোকামাকড় খেতে হাজির হয়েছে শালিক।
মুখে ছোট্ট একটি মাছ নিয়ে উড়ে আসছে বক।
খাবারের সন্ধানে উড়ছে বকের ঝাঁক।
খাবার খুঁজতে এসেছে বক।
উড়াল দিয়েছে বকের ঝাঁক।
জমির আলে বসে আছে একঝাঁক বক।
জমির ওপর দিয়ে উড়ে যাচ্ছে বকের ঝাঁক।