ধাপ্পু খেলায় মেতেছে ওরা  

বাড়ির পাশেই পূজামণ্ডপ। সেখানে বারান্দায় বসে চার শিশু ধাপ্পু বা গুটি খেলায় মেতে উঠেছে। অবসর পেলেই তারা মেতে ওঠে বিভিন্ন গ্রামীণ খেলায়। মেতে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী তরণিপাড়ায় শিশুদের ধাপ্পু খেলা নিয়ে ছবির গল্প

মণ্ডপের বারান্দায় ধাপ্পু খেলায় মেতেছে শিশুরা
মণ্ডপের বারান্দায় ধাপ্পু খেলায় মেতেছে শিশুরা
নিজেদের মধ্যে গুটি (পাথর) ভাগাভাগি করছে তারা
ফুঁ দিয়ে হাত থেকে গুটি ফেলে দিচ্ছে এক শিশু
ধাপ্পু খেলছে এক শিশু
খেলতে খেলতে হাসাহাসি
ছড়ানো–ছিটানো গুটি
হাত ভরে গুটি নিয়ে খেলছে শিশুটি
গুটি দিয়ে খেলায় মেতেছে এক শিশু
সব গুটি এবার তার দখলে
খেলা চলছে পুরোদমে
খেলায় যে হেরে গেছে, এবার তাকে শাস্তি দেওয়ার পালা