‘বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে, সই গো বসন্ত বাতাসে...’– বসন্তের এই গানে কণ্ঠ মিলিয়ে উৎসবে যোগ দিয়েছেন বহু মানুষ। তাঁদের মধ্যে ছেলেদের পরনে বাসন্তী রঙের পাঞ্জাবি–শার্ট। আর তরুণীদের অনেকের গায়ে জড়ানো সাদা–হলুদ রঙের শাড়ি, খোঁপায় রঙিন ফুল। প্রাণোচ্ছল শিশু–কিশোর ও তরুণ–তরুণীদের পদচারণে আজ মুখর হয়ে উঠেছিল সারা দেশের বসন্তবরণের উৎসবের স্থানগুলো। শীতের আড়মোড়া ভেঙে প্রকৃতি যে নতুন রং–রূপে বর্ণিল হয়ে ওঠে এই সময়ে, তার সঙ্গে সংগত দিয়ে এই উদ্যাপনের চিত্র নিয়ে এই ছবির গল্প।
