বসন্তবরণে প্রাণের ছোঁয়া

‘বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে, সই গো বসন্ত বাতাসে...’– বসন্তের এই গানে কণ্ঠ মিলিয়ে উৎসবে যোগ দিয়েছেন বহু মানুষ। তাঁদের মধ্যে ছেলেদের পরনে বাসন্তী রঙের পাঞ্জাবি–শার্ট। আর তরুণীদের অনেকের গায়ে জড়ানো সাদা–হলুদ রঙের শাড়ি, খোঁপায় রঙিন ফুল। প্রাণোচ্ছল শিশু–কিশোর ও তরুণ–তরুণীদের পদচারণে আজ মুখর হয়ে উঠেছিল সারা দেশের বসন্তবরণের উৎসবের স্থানগুলো। শীতের আড়মোড়া ভেঙে প্রকৃতি যে নতুন রং–রূপে বর্ণিল হয়ে ওঠে এই সময়ে, তার সঙ্গে সংগত দিয়ে এই উদ্‌যাপনের চিত্র নিয়ে এই ছবির গল্প।  

বসন্ত উৎসবে দলীয় নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা। চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়
ছবি: আশরাফুল আলম
নৃত্য পরিবেশন করছেন পূজা সেনগুপ্ত ও তাঁর দল তুরঙ্গমী। চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়
সংগীত পরিবেশন করছেন শিল্পী অনিমা রায়। চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়
দলীয় সংগীত পরিবেশন করছেন শিল্পীরা। চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়
নৃত্য পরিবেশনের আগে নিজেকে সাজিয়ে নিচ্ছেন এক শিল্পী। চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়
খোঁপায় ফুল পরানো হচ্ছে। চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়
বসন্ত উৎবে কবিতা আবৃত্তি করছেন একটি সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। পাহাড়তলী, চট্টগ্রাম
দলীয় নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা। পাহাড়তলী, চট্টগ্রাম
বসন্ত উৎসবে নৃত্য পরিবেশনা। পাহাড়তলী, চট্টগ্রাম
কান ও খোঁপায় পরিয়ে দেওয়া হচ্ছে গাঁদা ফুল। পাহাড়তলী, চট্টগ্রাম
বসন্ত উৎসবে এসে ছবি তুলছেন অনেকেই। পাহাড়তলী, চট্টগ্রাম
গানের সঙ্গে নাচের তালে দর্শকেরা। পাহাড়তলী, চট্টগ্রাম
বসন্তবরণে শোভাযাত্রা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। খুলনা বিশ্ববিদ্যালয়
বাসন্তী সাজে নাচ পরিবেশন করছেন এক শিল্পী। খুলনা বিশ্ববিদ্যালয়
বসন্তবরণে আবির মাখছেন শিক্ষার্থীরা। খুলনা বিশ্ববিদ্যালয়