শুঁটকিপল্লির ব্যস্ত সময়

চট্টগ্রাম নগরের উপকূলীয় শুঁটকিপল্লিতে পুরোদমে চলছে শুঁটকি প্রস্তুতের কাজ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাচায় শুকানো হচ্ছে নানা প্রজাতির শুঁটকি। নারী-পুরুষ শ্রমিকেরা ব্যস্ত সময় পার করছেন শুঁটকি প্রক্রিয়াজাতকরণে। এখানকার বেশির ভাগ শুঁটকি বিক্রি হয় চাক্তাই-খাতুনগঞ্জ পাইকারি বাজারে। শুঁটকিপল্লির শ্রমিকদের ব্যস্ততা নিয়ে ছবির গল্প।

পাইকারি বাজার থেকে ভ্যানে করে আনা হয়েছে মাছ
পাইকারি বাজার থেকে ভ্যানে করে আনা হয়েছে মাছ
টুকরি থেকে মাছগুলো ঢালা হচ্ছে
লাঠির মধ্যে রেখে শুঁটকি শুকানো হচ্ছে
মাচায় শুকানো হচ্ছে বিভিন্ন ধরনের শুঁটকি
ছুরি শুঁটকির রয়েছে বাড়তি চাহিদা
শুকানোর জন্য ধুয়ে নেওয়া হচ্ছে লইট্ট্যা মাছ
শুকানোর জন্য প্রস্তুত করা হচ্ছে ছুরি মাছ
শুঁটকি প্রক্রিয়াজাতকরণে ব্যস্ত শ্রমিকেরা