হেমন্তের এ সময়ে গ্রামবাংলায় চলছে আমন ধান কাটা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষকেরা ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত। সিলেটের বিভিন্ন এলাকায় এ বছরও আমনের ফলন ভালো হয়েছে। বাড়ির ছোট-বড় সবাই এখন সকাল থেকে পড়ন্ত বিকেল পর্যন্ত ধান কাটা, মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন। মাড়াই শেষে খলায় ধান ঝাড়া-শুকাতে ব্যস্ত সবাই। ছবিগুলো সিলেট সদর উপজেলার সালেহপুর ও টিলাপাড়া গ্রাম থেকে তোলা।