কৃষকের সোনালি ফসল

হেমন্তের এ সময়ে গ্রামবাংলায় চলছে আমন ধান কাটা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষকেরা ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত। সিলেটের বিভিন্ন এলাকায় এ বছরও আমনের ফলন ভালো হয়েছে। বাড়ির ছোট-বড় সবাই এখন সকাল থেকে পড়ন্ত বিকেল পর্যন্ত ধান কাটা, মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন। মাড়াই শেষে খলায় ধান ঝাড়া-শুকাতে ব্যস্ত সবাই। ছবিগুলো সিলেট সদর উপজেলার সালেহপুর ও টিলাপাড়া গ্রাম থেকে তোলা।

প্রতিটি খেতের ধান এখন পাকা
প্রতিটি খেতের ধান এখন পাকা
রোদে ঝলমল করছে ‍কৃষকের সোনালি ফসল
ধান কাটতে এসেছেন কৃষক
ধান কেটে নিয়ে আসা হচ্ছে
চলছে ধান মাড়াই
মেশিনে ধান মাড়াই করছেন কৃষকেরা
সেখানে ধান ঝাড়া চলছে
আমন ধানের খেতে ফুটবল খেলছে শিশু-কিশোরেরা
পাকা আমন ধানের শিষে পড়ন্ত বেলার সূর্য