মহাসড়কে অনিয়ম

চলছে পাল্লাপাল্লির মহড়া, খেয়ালখুশিমতো যেখানে সেখানে ঘোরানো হচ্ছে যানবাহন। চলাচল করছে তিন চাকার নিষিদ্ধ যান। হেলমেট ছাড়াই ছুটছেন বেপরোয়া মোটরসাইকেলচালকেরা। চট্টগ্রামের কর্ণফুলী থানা থেকে সাতকানিয়া পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে রোজকার দৃশ্য এটি। সেখানে নিয়মিত ঘটছে দুর্ঘটনা। সম্প্রতি পটিয়ার বিভিন্ন এলাকা থেকে ছবিগুলো তুলেছেন সৌরভ দাশ

ঝুঁকি নিয়ে পাশের পরিবহনকে অতিক্রম করছে বাসটি।
ঝুঁকি নিয়ে পাশের পরিবহনকে অতিক্রম করছে বাসটি।
দুই বাসের মধ্যে চলছে পাল্লা।
বাসকে অতিক্রম করছে একটি ট্রাক। পাশেই সড়কের ওপর সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তোলা হচ্ছে যাত্রী।
সড়কে চলছে অবৈধ তিন চাকার যান নছিমন।
ঝুঁকি নিয়ে নছিমনে পরিবহন করা হচ্ছে রড।
ব্যস্ত সড়কে হঠাৎ নছিমন ঘুরিয়ে দেন চালক।
মোটরসাইকেল চালাচ্ছেন এক ব্যক্তি। চোখ মুঠোফোনে।
হেলমেট ছাড়াই মোটরসাইকেল চালাচ্ছেন এক ব্যক্তি।
চলন্ত মোটরসাইকেলে বসে পেছনের আরেক মোটরসাইকেলের ভিডিও করা হচ্ছে।