শ্রীপুরের জলধারা: আদুরি ও মরা ঝরনা

সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর চা-বাগানের খরমপুর টিলায় রয়েছে দুটি ছোট্ট ঝরনা—‘আদুরি’ ও ‘মরা ঝরনা’। বছরের বেশির ভাগ সময়ই মরা ঝরনায় পানি থাকে না, কেবল বর্ষায় পানিতে প্রাণ ফিরে পায়। আর আদুরি ঝরনার জলধারা কম হলেও বর্ষায় বেশ সৌন্দর্য মেলে ধরে। আদুরি ঝরনা পাহাড়ি ছোট ছোট ঢালে কয়েক ধাপে নিচে নামে এবং পাথরে আছড়ে পড়ে ঝরনার পানি। মরা ঝরনার পানি শ্রীপুর টিলা থেকে সরাসরি ফসলি জমি ও স্থানীয় খালে গড়ায়। সিলেট-তামাবিল-জাফলং সড়ক ধরে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত শ্রীপুর চা-বাগান। সেখান থেকে মোটরবাইক বা স্থানীয় গাইডের সহায়তায় খরমপুর টিলার পথে হাঁটতে হয় ঝরনার কাছে পৌঁছানোর জন্য। হাঁটার পথটিতে রয়েছে ঘন ঝোপঝাড়, সরু মাটির পথ ও পাহাড়ি ঢালু—এসব পেরিয়ে গেলে দেখা যাবে এই দুই ঝরনা।

শ্রীপুর টিলার ওপর হেঁটে মরা ঝরনার দিকে যাচ্ছেন ‍দুজন
শ্রীপুর টিলার ওপর হেঁটে মরা ঝরনার দিকে যাচ্ছেন ‍দুজন
হেঁটে গিয়ে প্রথম টিলার ওপর থেকে মরা ঝরনা চোখে পড়বে
নিচ থেকে মরা ঝরনার সৌন্দর্য
বৃষ্টি বাড়লে পানি বাড়ে মরা ঝরনার
নির্জন স্থানে এই ঝরনা দেখতে যান অনেকে
দুধসাদা ঝরনার পানি
ঝরনার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে দাঁতরাঙা ফুল
আদুরি ঝরনা। দেখতে ছোট, তবে সৌন্দর্য নজরকাড়া। তাই আদুরি নামে পরিচিত
আদুরি ঝরনার সৌন্দর্য উপভোগ করতে এসেছেন কয়েকজন
কয়েকটি ছোট ঢাল বেয়ে আদুরির পানি গড়ায় পাহাড়ি খালে