হেমন্তকাল শেষ না হলেও প্রকৃতিতে এখন শীতের আগমনী বার্তা। বাংলার জনজীবনে শীতের সঙ্গে জড়িয়ে আছে পিঠা। শহরের ছোট-বড় সড়ক ও ফুটপাতে ভাসমান দোকানগুলোতে বেড়েছে পিঠা বিক্রি। গরম গরম চিতই, ভাপা ও তেলে ভাজা নানা রকম পিঠার স্বাদ নিচ্ছেন অনেকে। চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি এলাকায় ফুটপাতে সন্ধ্যা থেকে বসে এসব পিঠার দোকান।