হেমন্তে হাওরের সৌন্দর্য

হেমন্তের সকাল মানেই হাওরের পানিতে নরম আলো আর কুয়াশার আলতো ছোঁয়া। হাওরের স্বচ্ছ পানিতে লাল-সাদা শাপলা, কোথাও আবার হলুদ বুনো ফুলের ঝোপ। শুষ্ক মৌসুমে হাওরে পানি কমেছে। তবুও হাওরের বুকজুড়ে এখনো রয়ে গেছে জলজীবনের ছোঁয়া। ফুটেছে ফুল। হেমন্তের এক সকালে সিলেটের দক্ষিণ সুরমার দোবাগী হাওর ঘুরে ছবিগুলো তোলা—

জলকরকান্দি গ্রাম লাগোয়া ‘দোবাগী হাওরে’ ফুটেছে লাল শাপলা
জলকরকান্দি গ্রাম লাগোয়া ‘দোবাগী হাওরে’ ফুটেছে লাল শাপলা
হাওরপাড়ে চোখে পড়ে বুনো ফুলের ঝোপ
হাওরে লাল শাপলার পাশে হাঁসের ঝাঁক
হাওরের সৌন্দর্য বাড়িয়ে তুলেছে লাল শাপলা
বিস্তীর্ণ এলাকাজুড়ে ফুটেছে শাপলা, তার মধে৵ই মাছ ধরতে নেমেছেন জেলেরা
শাপলার রাজ্যে গরু নিয়ে এসেছেন এক ব্যক্তি
হাওরের বুকে লাল শাপলা আর পাখির আনাগোনা
সবুজ ঘাসে ফুলের সৌন্দর্য
হাওরের বুকে সাদা শাপলাকলি, অপেক্ষা ফুল ফোটার