উড়ে যায় বকপক্ষী

মাঠে নেমেছে বকের ঝাঁক। কোনোটি উড়ছে, কোনোটি আবার শিকার ধরার অপেক্ষায় ওত পেতে বসে আছে। বগুড়া সদর উপজেলার দক্ষিণভাগ গ্রামের মাঠে শিকার ধরা ও বক পাখির ওড়াউড়ি নিয়ে ছবির গল্প।

ধবল বক
ধবল বক
হয়তো দূরের কোনো গ্রাম থেকে এসেছে ওরা  
দল বেঁধে ফসলের মাঠে
শিকার ধরার অপেক্ষায়
চাষের জমিতে বকের ওড়াউড়ি
চুপটি করে বসে আছে বকের ঝাঁক
চারদিকে সতর্ক দৃষ্টি
এবার খাবারের খোঁজে আরেক জায়গায়
উড়ে চলছে বকের ঝাঁক