ভুট্টা তোলার ব্যস্ততা

কিশোরগঞ্জে পাঁচ–ছয় বছর আগেও ভুট্টা চাষ হয়েছিল ৬ হাজার ১২০ হেক্টর জমিতে। এবার চাষ হয়েছে ১২ হাজার ২১০ হেক্টর জমিতে। আগাম বন্যায় ধানের মতো এ ফসল নষ্ট হওয়ার আশঙ্কা না থাকায় এই সময়ের ব্যবধানে জেলায় দ্বিগুণ জমিতে ভুট্টার চাষ করেছেন কৃষকেরা। কম খরচে স্বল্প সময়ে লাভ বেশি হওয়ায় জেলার হাওর অঞ্চলের কৃষকেরাও এখন ভুট্টা চাষে ঝুঁকছেন। গত বৃহস্পতিবার নিকলী সদর ও করিমগঞ্জ-ইটনা সীমান্তবর্তী কিছু এলাকা ঘুরে দেখা যায় কৃষকদের ভুট্টা তোলার ব্যস্ততা। নতুন ফসল ঘরে তুলতে কৃষকদের যেন দম ফেলার ফুরসত নেই। ছবিতে কিশোরগঞ্জে ভুট্টা তোলার চিত্র

খেত থেকে তুলে আনার পর ভুট্টা ছাড়াতে ব্যস্ত দুই নারী
খেত থেকে তুলে আনার পর ভুট্টা ছাড়াতে ব্যস্ত দুই নারী
সড়কে রাখা হয়েছে সদ্য তুলে আনা ভুট্টা
খেত থেকে তুলে এনে ভুট্টা রাখছেন এক কৃষক
মাঠে ভুট্টা ছড়ানো ও শুকানোর কাজে ব্যস্ত সবাই
ভুট্টা ছাড়িয়ে রোদে শুকাতে দেওয়া হয়েছে
তুলনামূলক ভালো ও খারাপ মানের ভুট্টা আলাদা করা হচ্ছে
ভুট্টা ছাড়ানোর পর বাকি অংশ পশুখাদ্য ও জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়
ভুট্টা তোলার কাজে বড়দের সাহায্য করছে শিশুরাও