বটগাছে ফলেছে টুকটুকে লাল ফল। সেই ফল খেতে এসেছে নানান পাখি। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাসনাপাড়ায় গিয়ে দেখা মিলেছে গাছটির।
সোয়েল রানা বগুড়া
গাছে পেকে আছে লাল টুকটুকে বটফল।
বিজ্ঞাপন
বেছে বেছে পাকা বটফল খাচ্ছে এক বসন্তবাউরি পাখি।
বিজ্ঞাপন
ডালে ডালে ছুটে বেড়াচ্ছে এক টুনটুনি।বটগাছের ডালে বসে অলস সময় পার করছেন একটি দোয়েল পাখি। একটানা ডেকে যাচ্ছে একটি ভাতশালিক।চারদিকে লক্ষ এক ভাতশালিক পাখির।মগডালে বসেছে এক কসাই পাখি। গাছতলায় পাকা ফল খাচ্ছে একটি শালিক পাখি।