সারা দেশে মাঠঘাটে চলছে ধান রোপণ ও কাটার নানা রকমের আয়োজন। একদিকে আমন ধানের চারা রোপণ চলছে, অন্যদিকে পাকা আউশ ধান কেটে ঘরে তুলছেন কৃষকেরা। চলছে ধান সেদ্ধ করার কাজ। সম্প্রতি দেশের কোথাও কোথাও বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে পানি জমেছে ধানখেতে। এ সময় ধান কাটতে অনেকটাই বিপাকে পড়েন কৃষকেরা। ছবিগুলো সম্প্রতি দেশের বিভিন্ন এলাকা থেকে তোলা।
