আমের মৌসুমে শহরের অনেকে শুরু করেন প্লাস্টিকের ক্যারেট সংগ্রহ ও বিক্রির ব্যবসা। আম বিক্রেতাদের কাজ থেকে এসব প্লাস্টিকের ক্যারেট ১২০ টাকায় কিনে ১৮০ টাকা দামে বিক্রি করা হয় ব্যবসায়ীদের কাছে। পরে ২০০ থেকে ২২০ টাকা দামে এসব ক্যারেট পৌঁছে দেওয়া হয় বাগানমালিকদের কাছে। মৌসুমি ব্যবসা হিসেবে এই কাজে নিয়োজিত থাকেন শত শত লোক। আবার ট্রাকে তোলা এবং নামানোর কাজেও জড়িত থাকেন অনেক শ্রমিক। প্লাস্টিকের ক্যারেটের ব্যবসা নিয়ে ছবির গল্প—