প্লাস্টিকের ক্যারেট

আমের মৌসুমে শহরের অনেকে শুরু করেন প্লাস্টিকের ক্যারেট সংগ্রহ ও বিক্রির ব্যবসা। আম বিক্রেতাদের কাজ থেকে এসব প্লাস্টিকের ক্যারেট ১২০ টাকায় কিনে ১৮০ টাকা দামে বিক্রি করা হয় ব্যবসায়ীদের কাছে। পরে ২০০ থেকে ২২০ টাকা দামে এসব ক্যারেট পৌঁছে দেওয়া হয় বাগানমালিকদের কাছে। মৌসুমি ব্যবসা হিসেবে এই কাজে নিয়োজিত থাকেন শত শত লোক। আবার ট্রাকে তোলা এবং নামানোর কাজেও জড়িত থাকেন অনেক শ্রমিক। প্লাস্টিকের ক্যারেটের ব্যবসা নিয়ে ছবির গল্প—

প্লাস্টিকের ক্যারেট আনছেন এই নারী
প্লাস্টিকের ক্যারেট আনছেন এই নারী
রিকশা–ভ্যানে করে নেওয়া হচ্ছে ক্যারেট
সিএনজিচালিত অটোরিকশায় ক্যারেট নেওয়া হচ্ছে
ভ্যানে বোঝাই করে রাখা হয়েছে ক্যারেট
ক্যারেটের স্তূপ
ক্যারেট আনা-নেওয়ার কাজে নিয়োজিত অনেকে
বাগানমালিকদের কাছে পৌঁছানোর জন্য প্রস্তুত করা হচ্ছে ক্যারেট
ট্রাকে করে খালি ক্যারেট দেশের বিভিন্ন বাগানে পৌঁছানো হয়
প্রতিদিন অনেক ক্যারেট আনা–নেওয়া করা হয়