সচিবালয়ে বিক্ষোভ–লাঠিচার্জ

উত্তরার দিয়াবাড়িতে বিদ্যালয় ভবনে প্রশিক্ষণ বিমান আছড়ে পড়ার ঘটনায় দেরিতে এইচএসসি পরীক্ষা স্থগিত করায় শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। একপর্যায়ে শিক্ষার্থীরা সচিবালয় চত্বরে ঢুকে পড়েন। এ সময় তাঁদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জের পাশাপাশি কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। ছবিতে বিক্ষোভ ও পাল্টাপাল্টি ধাওয়ার কিছু মুহূর্ত:

সচিবালয়ের সামনের সড়কে আন্দোলনরত শিক্ষার্থীরা
সচিবালয়ের সামনের সড়কে আন্দোলনরত শিক্ষার্থীরা
বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীরা
একপর্যায়ে সচিবালয় চত্বরে ঢুকে পড়েন শিক্ষার্থীরা
সচিবালয় চত্বরে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ
লাঠিচার্জ শুরু হলে হুড়োহুড়িতে পড়ে যান অনেক শিক্ষার্থী
এক ছাত্রকে লাঠিচার্জ করছেন এক পুলিশ সদস্য
আতঙ্কিত এক ছাত্রীকে সরিয়ে নিচ্ছেন সহপাঠী
শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ
পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়ে যান বিক্ষোভরত শিক্ষার্থীরা
শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়
সচিবালয় চত্বরে ভাঙচুরের শিকার একটি গাড়ি
সচিবালয় থেকে বের হচ্ছেন কর্মকর্তা-কর্মচারীরা